ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্ত জোগাড়ে ডাকসু নেতা
ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত জোগাড় করতে পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার। কোন রোগী যাতে রক্তের অভাবে মারা না যায় সেজন্যই তার এই মহৎ উদ্যোগ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ডেঙ্গু রোগীদের তাৎক্ষণিক রক্ত জোগাড় করতে যাতে কষ্ট পোহাতে না হয় সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ গুজবে কান দিবেন না এই গ্রুপের মাধ্যমে ব্লাড সংগ্রহ করছেন। তাছাড়া তিনি তার নিজস্ব ফেসবুক থেকে পোষ্টের মাধ্যমে রক্ত সংগ্রহ করছেন। এছাড়াও তিনি তার বন্ধু বান্ধব ও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের কাছ থেকে রক্ত সংগ্রহ করছেন। উদ্দেশ্য একটাই, যাতে কোনো ডেঙ্গু রোগীর রক্তের অভাবে না মরে।
এ বিষয়ে ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সময়ে প্রায় সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। আমরা চেষ্টা করবো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে প্রতিটি বিভাগের নামে একটি করে ব্লাড ব্যাংক তৈরী করতে। সমন্বিত কাজের মাধ্যমে যে কোন উদ্যোগই আলোর মুখ দেখতে পারে বলে আমি বিশ্বাস করি। যার কারনে আমাদের রক্ত সংগ্রহ।