অধিভুক্তি বাতিলের দাবিতে অনড় ঢাবি শিক্ষার্থীরা, আন্দোলন চলবে
দাবি আদায় না হওয়া পর্যন্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া।
তিনি বলেন, আমাদের দাবী হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আমরা আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। তিনি আরো বলেন, আমাদের দাবী যদি না মানা হয় এবং আবার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার সমুচিত জবাব দেবে।
আন্দোলনকারীদের আরেকজন আকরাম হোসেন বলেন, ‘ঢাবি আদেশ ১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয় চাইলে অধিভুক্তি বাতিল করতে পারে এবং আমরা এজন্যই আন্দোলন করছি। আমাদের এ আন্দোলন কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু গতকাল ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।'
নাহিদ ইসলাম নামে আন্দোলনকারীদের আরেক নেতা বলেন, ডাকসু নির্বাচনের এতদিন পরেও ডাকসু যখন সাত কলেজের বিষয়ে কিছু করলো না তখন আমরা আন্দোলন শুরু করি। গতকাল রেজিস্ট্রার বিল্ডিং এ আমরা যখন অবস্থান কর্মসূচি পালন করছিলাম সেখানে শোভন, রাব্বানী ও সাদ্দামের নেতৃত্বে হামলা চালায় ছাত্রলীগ। আজ সকালে মোকাররম ভবনের সামনে আমাদের কয়েকজন ছাত্রীকে হেনস্থা করার প্রতিবাদ করতে গেলে আহনাফ তাহমিদ নামে এক সাধারণ ছাত্রের উপর হামলা করেছে ছাত্রলীগ।
তিনি আরো বলেন, তালা লাগুক আর না লাগুক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস পরীক্ষা বর্জন করেছে। ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাদের সাথে কোনো আলোচনা করেনি সেহেতু আমরা আন্দোলন চালিয়ে যাবো।
সংবাদ সম্মেলন শেষে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে সাড়ে এগারোটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এসে শেষ হয়।
পড়ুন: অধিভুক্তি বাতিলের আন্দোলনে অংশ নেয়ায় দুই শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ