একাডেমিক ভবন খোলা থাকলেও অধিকাংশ বিভাগের ক্লাস বর্জন
অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ পাহারা থাকায় একাডেমিক ভবনে তালা দিতে পারেনি আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু একাডেমিক ভবন খোলা থাকা সত্ত্বেও অধিকাংশ বিভাগে ক্লাস বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার সাড়ে এগারটায় বিভিন্ন অনুষদের সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ ক্লাস ফাঁকা। চলামান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন থাকায় তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। তবে কিছু বিভাগে ক্লাস যথারীতি হলেও মোট শিক্ষার্থীদের তুলনায় উপস্থিতি ছিল খুবই কম।
ক্লাস বর্জন করা সাধারণ শিক্ষার্থী মিশকাত দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা ক্লাস বর্জন করেছি। আপাতত দৃষ্টিতে ক্লাস বর্জন ভাল মনে হলেও তা আমাদের জন্যে ক্ষতিকর। কিন্তু আমাদের বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করেছি।
তিনি আরো বলেন, প্রশাসন চাইলে আমাদের দাবি পূরণ করতে পারে। কিন্তু তা করছেন না। যতদিন না আমাদের দাবি পূরণ না হয় আমরা ক্লাস করব না।
এদিকে আন্দোলন চতুর্থ দিনে গড়ালেও আজকে কাউকে তালা আটকাতে দেখা যায়নি। ভোর ৬টা থেকে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যাবসায় শিক্ষা অনুষদের সামনে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা বাইক নিয়ে গ্রুপে গ্রুপে অবস্থান নেয়। যদিও আন্দোলনকারীদের কাউকে দেখা যায়নি।
উল্লেখ্য, গত ৩দিন ধরে রাজধানীর সরকারি সাত কলেজের বাতিলের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। ছাত্রলীগ গতকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচী প্রতিহতের ঘোষণা দেয়৷