২৪ জুলাই ২০১৯, ১১:৪৬

অধিভুক্তি বাতিলের আন্দোলনে অংশ নেয়ায় দুই শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনে যাওয়ার সময় ঢাবির দুই শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। মারধরের শিকার হয়েছেন ঢাবির দ্বিতীয় বর্ষের আরবী বিভাগের শিক্ষার্থী আবু রায়হান এবং প্রথম বর্ষের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ। বুধবার সকাল সাড়ে আটটায় পুষ্টি বিজ্ঞান বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগের ১৩-১৪ জন মিলে এই দুইজনকে মারধর করে বলে জানানা গেছে। এদের মধ্যে একজনকে সনাক্ত করা গেছে। ছাত্রলীগের হামলাকারী শিক্ষার্থী নাবিল হায়দার পলিটিক্যাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের এবং এসএম হলের আবাসিক শিক্ষার্থী।

 নাবিল হায়দার

 

হামলার শিকার আহনাফ তাহমিদের চোখে আঘাত লেগে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রাথমিক চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

হামলার শিকার আবু রায়হানকে এ বিষয়ে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমি আর ৪-৫ জন আপু আন্দোলনে যাওয়ার সময় পুষ্টি বিজ্ঞান বিভাগের সামনে আমাদেরকে ছাত্রলীগের ১৩-১৪ জন মিলে আটকায় এবং আমাকে মারধর করে। সেসময় তাহমিদ আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করলে তাকে তারা মেরে জখম করে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের বিচারের দাবি জানাই।

পড়ুন: অধিভুক্তি বাতিলের দাবিতে অনড় ঢাবি শিক্ষার্থীরা, আন্দোলন চলবে