ঢাবির ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় পলাশী গেট দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এসএম হলের সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, বিশ্ববিদ্যালয় এলাকার পলাশীর মোড় অবরোধ করে ক্যাম্পাসে গণপরিবহন প্রবেশ নিয়ন্ত্রণ করছেন তারা।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাধারণ ছাত্ররা গেটটি বন্ধ করে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত যত বাড়ে ক্যাম্পাসের ভিতর দিয়ে বড় বড় গাড়ির সংখ্যা তত বাড়ে। এসব গাড়ির কারণে ক্যাম্পাসে চলাচলে বিঘ্ন ঘটে সাধারণ শিক্ষার্থীদের। অনেক সময় বড় বড় গাড়ির কারণে ক্যাম্পাসে স্বাভাবিক চলাচলে নানান সমস্যায় পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছে ইদানীং গাড়ি চালকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রচন্ড স্পিডে চালাতে দেখা যায়। যার কারণে গত কয়েকদিনে কয়েকজন ছাত্র দুর্ঘটনার স্বীকার হয়েছে। যার ফলে এসএম হলের সাধারণ শিক্ষার্থীরা ক্রদ্ধ হয়ে পলাশী গেটের ওই এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে।
তবে গতকাল রাত চারটি লেন বন্ধ করে দিলেও বুধবার দুপুরের দিকে দুটি লেন খুলে দিয়েছেন তারা। এই দুটি লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে। জানা যায়, এসএম হলের সাধারণ শিক্ষার্থীরা লেনদুটি খুলে দেয়। তবে চারটি লেনের জায়গায় দুটি লেন খুলে দেওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি নিয়ে এসএম হলের ভিপি কামালকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।
তবে রাস্তা বন্ধ থাকলেও পলাশী মোড়ের কর্তব্যরত ট্রাফিক পুলিশদের এ বিষয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে তাদের ডিউটি করতে দেখা যায়।