৯০ দিনের মধ্যে সাত কলেজের ফল প্রকাশ: ঢাবি উপাচার্য
সেশনজট দূর করা, ত্রুটিপূর্ণ ফলাফলের পূণম্যূল্যায়নসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় দ্রুত দাবি মানার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
পরে তারা সেখান থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালেয়ে মুক্তি ও গনতন্ত্র তোরনের নিকট যান। সেখানে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে অধ্যাপক ড. আখতারুজ্জামান তাদেরকে বলেছেন, ‘৯০ দিনের মধ্যে ফল প্রকাশসহ সাত কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছয় মাস পর এটি কার্যকর হবে। এছাড়া যারা গণহারে ফেল করেছে তারা নিজ কলেজে এ নিয়ে আবেদন করতে পারবে।’
তিনি আরও বলেছেন, ‘সাতা কলেজের জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রশ্ন প্রণয়ন সাত কলেজের শিক্ষকরাই করবেন। তাদের সার্টিফিকেটেও কোন পরিবর্তন আনা হবে না। কলেজগুলোর জন্য একাডেমিক ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে।’ শিগগিরই তা প্রকাশ করা হবে বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে সাত কলেজের সমন্বয়ক আবু বকর বলেন, তারা উপাচার্যের কথা মেনে কলেজের ফোকাল পয়েন্টে যোগাযোগ করবে। তারপর যদি তাদের দাবী পূরণ না হয় তাহলে কঠোর আন্দোলনে যাবেন। এছাড়া দাবি মানার আশ্বাসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তারা।
এর আগে পাঁচ দফা দাবিতে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। পরে মিছিলটি নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র চত্বরে অবস্থান করে। পরে সেখান থেকে তাদের প্রতিনিধি দল ঢাবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান করতে যান।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। সেশনজট দূরসহ বেশকিছু দাবিতে এরপর থেকেই কয়েকদফা আন্দোলনে নামেন শিক্ষার্থীদের।