বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতা নেই ঢাবির ৭৫ শিক্ষকের: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ৭৫জন শিক্ষক আছেন, যাদের নিয়োগের জন্য দেয়া বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতাও নেই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম কোন ঘটনা নেই।
তিনি বলেন, শিক্ষক নিয়োগের জন্য দেয়া বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতা ছিল না এ ৭৫ জন শিক্ষকের। তাহলে শিক্ষার মান ঠিক থাকবে কি করে। এসব শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দীক উপাচার্য থাকাকালীন সময়ে নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘উচ্চশিক্ষা চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জবি উপাচার্য।
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এভাবে শিক্ষক নিয়োগ দেয়া হয় তাহলে শিক্ষার মান দিন দিন যেভাবে অধপতিত হচ্ছে তা তো হওয়ারই কথা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা চায় সরকার
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সরকার স্বচ্ছতা চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সকল ক্ষেত্রে আমরা স্বচ্ছতা চাই। এর বাহিরে ভিন্ন কিছু চাই না। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগে নিবন্ধন কর্তৃপক্ষ আছে। আর এর মাধ্যমে এখানে পরিপূর্ণ স্বচ্ছতা আনা হয়েছে। এখন সেটিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা কিভাবে করবো সে বিষয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘উচ্চশিক্ষা চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মানসম্মত শিক্ষা অর্জনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমি সৎ হলাম না, আমি পরিবেশ সম্পর্কে সচেতন হলাম না, তাহলে সেই শিক্ষাকে আমি মানসম্মত শিক্ষা বলতে পারব না। এর সাথে কমিউনিকেশন স্কিল, সহ-শিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। তা হলে পেশাগত জীবনে দক্ষতার সাথে কাজ করতে পারবে।
এর আগে শিক্ষার্থীরা প্রবন্ধ উপস্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসন, লাইব্রেরী, শিক্ষক সংকট, গবেষণা ও গুণগত শিক্ষার অভাবের কথা উলেখ করলে সেগুলো পূরণ করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।
অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন— ঢাবি সমাজবিজ্ঞান বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিতে এতে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুর রহমান ও ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিম অর্নি।