ঢাকা ইনিভার্সিটি ফিন্যান্সিয়াল লিডারশিপ ক্লাবের যাত্রা শুরু

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ফিন্যান্সিয়াল লিটারেসি, এই সেক্টরে ক্যারিয়ার গঠন ও উদ্যোক্তা তৈরির উদ্দেশ্য নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ফিন্যান্সিয়াল লিডারশিপ ক্লাব (ডিইউএফএলসি) যাত্রা শুরু করেছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এক অনুষ্টানের মাধ্যমে নির্বাহী কমিটির সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মনোয়ারুল ইসলাম রিবেল। সভাপতি নির্বাহী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করেন।

ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ প্রতিষ্ঠাতা ও সভাপতি শিবলী নুমান, সাধারণ সম্পাদক মোকাররম প্রামানিক, সহ সভাপতি হৃদয় রহমান। যুগ্ন সাধারন সম্পাদক আবদুল কাইয়ুম তুষার , সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, নির্বা্হী সদস্য- জুঁই বর্মন, মিতু আকতার , মাসরুর হাসান, নাঈম ইসলাম, খাইরুল ইসলাম, জাহিদ হাসান রিয়াদ, আজরা সাদিয়া মিমি, মিমি রহমান, তৌহিদা শারমিন তিশা। নাম ঘোষণা শেষে সংগঠনের গঠনতন্ত্র, প্রকাশনা, কর্মসূচী প্রকাশ করা হয়।



বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে বিশ্বমানের ফিন্যান্সিয়াল লিডার, উদ্যোক্তা তৈরি ও বিশ্বখ্যাত ফিন্যান্সিয়াল এক্সপার্টদের নিয়ে নিয়মিত আলোচনা, ক্যারিয়ার সেশন, সেমিনার ও প্রকাশনার ব্যপারে একমত প্রকাশ করেন নির্বাহী কমিটি। একমাসের মধ্যে গর্ভনিং বডি ও উপদেষ্টা কমিটি ঘোষনা করা হবে বলে জানান শিবলী নুমান।


সর্বশেষ সংবাদ