৩৫ স্লোগানে উত্তাল ঢাবির টিএসসি (ভিডিও)
- শিহাব উদ্দিন ও রাইহান আহমেদ
- প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ১২:৫৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০১:১৮ PM
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিপ্রার্থীর। শনিবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই অবস্থান শুরু করেছে তারা। এ সময় আন্দোলনকারীরা মুহুর্মুহু স্লোগানে উত্তাল করে গোটা টিএসসি এলাকা।
আন্দোলনকারীরা জানান, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তিনিই তাদের তাদের মূল সমস্যা বুঝবেন। দাবি আদায় না হওয়ার পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণাও দেন আন্দোলনকারীরা।
মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, দশম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশের পরও কেন সরকার এটিকে উপেক্ষা করছেন? তিনি বলেন, যে সরকার জনগনের পক্ষেই কাজ করেন তাহলে আমাদের এই ২৮ লাখ তরুন ছাত্র সমাজের এই গণদাবি কেন অবহেলা করছেন? আমরা শান্তিপূর্ণভাবে গত সাত বছর ধরে এই আন্দোলন করে আসছি; তাই আবারো বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এই দাবিকে মেনে নেন এবং ৩৫ বাস্তবায়ন করে দিন। তিনি বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।
সংগঠনটির আরেক সিনিয়র নেতা এম এ আলী বলেন, আমরা দীর্ঘ ৭ বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। তিনি প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে বলেন, দ্রুত সময়ে ৩৫ বাস্তবায়ন করে আমাদের বাচার সুযোগ করে দিন। এসময় সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশের জেলা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ প্রত্যাশী শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। তারা ৩৫ চাই, ৩৫ চাই বলে স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে চলছে তাদের এই আন্দোলন। একাধিকবার বিভিন্ন মহল থেকে বয়স বাড়ানোর কথা বললেও তা বাস্তবায়নের মুখ দেখেনি।নির্বাচনের পর বাস্তবায়নের আশা করলেও তাও বাড়েনি। তাই আন্দোলনকারীরা বিশ্বাস রাখতে পারছেন না।তাই এই দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।