প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ছাড়া দেশে কোন কিছু হয় না
দ্রুততম সময়ের মধ্যে রিফাত হত্যার বিচার চেয়ে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন। শনিবার বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার উদ্যেগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান কার্যত অকার্যকর হয়ে গেছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করতে না পারলে এদেশে এখন আর কোন কিছু হয় না। আপনি বিচার পাবেন যদি আপনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পান।
ঢাকা মহানগর শাখার অর্থ সম্পাদক মাহবুবুর রহমান নাঈমের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক মোহাম্মদপুর শাখার আহ্বাযক মেহদী হাসান প্রমূখ।
কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, দেশে এখন এক ভয়াবহ ত্রাসের রাজত্ব চলছে। জনগণের সমর্থনহীন সরকার ক্রমেই জনগণের উপর ত্রাসের রাজত্ব কায়েম করছে। আমাদেও দেশে সামগ্রিক বিচারব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গত একমাসেই শুধু সারাদেশে ২২ জনকে কুপিয়ে মারা হয়েছে। যদি এসকল ঘটনার দ্রæত বিচার হতো, তাহলে হয়তো আমাদের আজ রিফাতের হত্যার ভিডিও দেখে শিউরে উঠতে হতো না। আমরা রিফাত হত্যার সাথে জড়িত সকলের বিচার দাবি করি। কোন প্রক্রিয়াতেই যেন খুনিরা পার পেয়ে না যায়।
ঢাবি শাখার নেতা আবু রায়হান খান বলেন, দেশ প্রবল ফ্যাসিবাদের কবলে পড়েছে। ফ্যাসিবাদ মানুষকে অসহিঞ্চু কওে তোলে, সমাজে ন্যায়-অন্যায় বলে কিছু থাকে না। সামাজে এই যে ন্যায়বিচারের তীব্র সংকট এ থেকেই অসংখ্য নয়নের জন্ম হয়। রাষ্ট্রে গণতন্ত্রের সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের এর ফয়সালা করতে হবে।