২৮ জুন ২০১৯, ১৬:০৬

ঢাবি ছাত্রলীগ নেতার উদ্যোগে পথ শিশুদের মাঝে আম-দুধ বিতরণ

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকজন পথ শিশুদের মাঝে ফরমালিন মুক্ত আম-দুধ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকার ওই পথ শিশুদের পুষ্টিশূণ্যতার পূরণ করতে ছাত্রলীগ নেতার এমন উদ্যোগ বলে জানা গেছে।

ওই ছাত্রলীগ নেতার নাম আমির হামজা। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় প্রায় ৫০ জন পথ শিশুদের মাঝে ফরমালিন মুক্ত এ আম ও দুধ বিতরণ করা হয়।

আম-দুধ পেয়ে খুশি ওই পথ শিশুরা। অনেকদিন পর একটা ভালো স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার পেয়ে মুখে অকপটেই হাসি ফুটেছে তাদের।

আম-দুধ বিতরণের ব্যাপারে আমির হামজা বলেন, ঢাবি এলাকায় আমরা অনেক পথ শিশুদের দেখতে পাই। যারা একটু খাবারের জন্য সারাদিন ভিক্ষা করে বেড়ায়। দিন শেষে তারা দু’মুঠো খাবার যোগাতে হিমসিম খায়। তাই আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি। যাদের সামর্থ্য আছে আমি তাদের এই পথশিশুদের পাশে দাঁড়ানোর জন্য আহবান করবো।

এছাড়া এর আগেও আমির হামজা টিএসসি এলাকার পথশিশু জয়নালের হাত ভাঙ্গার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। ঢাকা মেডিকেলে চিকিৎসারত দরিদ্র দিনমজুরের ছেলে মাহীমের কেমোথেরাপির টাকা জোগাড় করে দিয়েছিলেন তিনি।