নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক করে চাঁদাবাজি!

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ওই আইডি ও পেজ থেকে বিকাশ নাম্বার দিয়ে প্রতারণা করে অর্থ আদায় করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এজন্য সবাইকে সতর্ক ও বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেশ কয়েকদিন আগেই আইডি ও পেজ হ্যাক করা হয়েছে। সেখান থেকে মেসেজ দিয়ে এভাবে টাকা চাওয়া হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলেছি। ওই আইডির মাধ্যমে কোনো কিছু বলা হলে যাতে কেউ বিভ্রান্ত না হন, সেই অনুরোধ করছি।’

এ নিয়ে নিজের ফেসবুক পেজে কিছু স্ক্রিণ শট দিয়ে একটি সতর্কতামূলক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘আমার হ্যাক হওয়া আইডি ও পেজ থেকে এভাবেই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সাধারণ মানুষকে প্রতারিত করছে একদল ভণ্ড কাপুরুষ। এ বিষয়ে সকলে সতর্ক থাকুন এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সাথে সাথে আমাকে এই পেজের মাধ্যমে জানান।ধন্যবাদ।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক ফারুক হাসানের আইডিও হ্যাক করা হয়। ওই আইডি থেকেও নানা ধরণের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। সে আইডিও এখনো ফেরত পাননি ফারুক।

এভাবে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের আইডি হ্যাক হওয়ার কারণ কি হতে পারে? এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘আসলে আমাদেরকে টার্গেট করে এভাবে আইডি হ্যাক করা হচ্ছে। পরে সেখান থেকে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, চাাঁদাবাজি করা হচ্ছে।’

আরো পড়ুন: কলেজছাত্রীর পিতার কান ছিঁড়ে নেওয়া সেই ছাত্রলীগ নেতা আটক

কারা এর পেছনে জড়িত থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি গ্রুপ হ্যাক করে ‘গুজবে কান দেবেন না’ নামকরণ করা হয়। সেটি এখন চালায় মূলত ছাত্রলীগের আগের কেন্দ্রীয় কমিটির (সোহাগ-জিকির) কিছু নেতা। আমরা নিশ্চিত, তারাই এ ধরণের কাজের সঙ্গে সম্পৃক্ত।’

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে ডাকসু ভিপি বলেন, ‘কোথায় অভিযোগ করব? বগুড়া-ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ওপর হামলা হয়েছে, বিচার হয়নি। হাতুড়ি মামুনের কোনো বিচার হয়নি।’ ‘এখন অভিযোগ করলেও কি কোন বিচার পাব?’ এমন প্রশ্নও রাখেন তিনি।

আরো পড়ুন: অবশেষে ক্লাসে ফিরেছেন বুয়েটের শিক্ষার্থীরা

আরো পড়ুন: শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে ফাঁকা বুলি আওড়ালে হবে না

 


সর্বশেষ সংবাদ