ডাকসুর সভা আজ: শেখ হাসিনার সদস্যপদ প্রস্তাবসহ যা থাকছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বাজেট সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ডাকসু ভবনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করবেন। ডাকসুর গঠনতন্ত্রের ৫-এর সি উপ-ধারা অনুযায়ী কার্যনির্বাহী (বাজেট) সভার আহ্বান করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। জিএসের সই করা পাঠানো চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দ্বিতীয় কার্যনির্বাহী সভাকে সামনে রেখে ডাকসুর পক্ষ থেকে ১ কোটি ৮৯ লাখ টাকার একটি খসড়া বাজেট প্রস্তুত করা হয়েছে। ডাকসুর ভিপি নুরুল হক এ তথ্য জানিয়েছেন। তবে বাজেট সভায় আলোচনার পর ডাকসুর চলতি বর্ষের বাজেট চূড়ান্ত হবে। এ ছাড়া আলোচ্যসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া বিষয়টি রয়েছে।
এর আগে প্রথম কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেই সভায় ডাকসুর ভিপি নুরুল হক ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ওই প্রস্তাবে দ্বিমত পোষণ করেছিলেন।
জানা গেছে, বাজেট ছাড়াও সভার অন্যান্য আলোচসূচির মধ্যে থাকবে, শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার প্রসঙ্গ , ক্যাম্পাসে গণপরিবহণ নিয়ন্ত্রণ ও রিক্সাভাড়া নিৰ্ধারণ এবং ২৩ মার্চের সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ।
দীর্ঘদিন পর এ বছর ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।