পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবি জানিয়েছেন তারা। এসময় তাদের দাবি পক্ষে যুক্তি উপস্থাপন করেন নাহিদ ভূঁইয়া, সাখাওয়াত উল্লাহ, মো. জাকারিয়াসহ ২০১৮ খ্রিষ্টাব্দের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৪ সালে ঢাবি কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। এ সিদ্ধান্তের কারণে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযাগ থেকে বঞ্চিত হবে- এ ধারণা থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। ঢাবির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ২৬ জন অভিভাবক হাইকোর্টে রিট আবেদন করেন।
আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ১৬ মার্চ ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে এ সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চান আদালত। পরে আদালত রিটটি খারিজ করে দেন।