যত মারবেন, নুর কিন্তু তত বড় নেতা হবেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০১৯, ০১:২৬ PM , আপডেট: ২৭ মে ২০১৯, ০২:০১ PM
বগুড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক প্রভাষ আমিন। এটিএন নিউজের হেড অব নিউজ এক ফেসবুক স্ট্যাটাসে ছাত্রলীগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য প্রভাষ আমিনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‘ছাত্রলীগ মারতে মারতে নুরুল হক নুরকে ডাকসুর ভিপি বানিয়ে দিয়েছে। আর কী বানাতে চান? ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার আয়োজন পন্ড করেছেন, বগুড়ায় মেরেছেন। কেন? নুরের অপরাধ কী?
ডাকসুর ভিপি হিসেবে তো বটেই, একজন সাধারণ নাগরিক হিসেবেও নুরুল হক নুরের দেশের যে কোনো জায়গায় যাওয়ার, ইফতার করার অধিকার আছে। বেআইনী কিছু হলে, সেটা দেখার জন্য পুলিশ আছে। ছাত্রলীগকে কে এই ক্ষমতা দিয়েছে, নুরকে ঠেকানোর, আইন হাতে তুলে নেয়ার? একটা কথা বলি যত মারবেন, নুর কিন্তু তত বড় নেতা হবেন।
ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় যারা ডাকসু ভিপি নুরুল হক নুরের ইফতার আয়োজন পন্ড করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, রবিবার বিকাল ৫টার দিকে বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ অন্তত ২০ জন আহত হন। এতে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।