এসএম হলে ‘ডিম হামলা’র ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এস এম হল) শিক্ষার্থী ফরিদ হাসান ও ডাকসুর ভিপি নুরুল হকসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ‘ডিম হামলা’র ঘটনায় উপাচার্য বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কিমিটির প্রধান অধ্যাপক সাব্বীর আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএম হলের হামলার প্রতিবেদন ভিসি বরাবর জমা দেওয়া হয়েছে। রিপোর্ট দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা বিশাল একটা ঘটনা ছিল। অনেক সাক্ষীর বক্তব্য নিতে হয়েছে। অনেক ঘটনা মেলাতে হয়েছে। এছাড়া আমাদেরও পেশাগত দায়িত্ব আছে। সবমিলিয়ে কিছুটা দেরি হয়েছে।’
তদন্ত প্রতিবেদনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান বলেন, আমরা প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদন প্রক্টরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই ডিসিপ্লিন বোর্ডের সভা ডাকা হবে। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
গত ১ এপ্রিল রাতে এস এম হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনায় পরেরদিন অভিযুক্তদের বিরুদ্ধে হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিতে গিয়ে হামলা ও অবরুদ্ধের শিকার হন ডাকসু ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খানসহ কোটা আন্দোলনের নেতাকর্মীরা। এ ঘটনার বিচার চেয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করেন ডাকসু ভিপি। এছাড়া প্রক্টর অফিসেও অভিযোগ দেওয়া হয়।
ওইদিন নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল শেষ করে এসএম হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন। এ সময় তাদের উপর ডিম মেরে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হল ছাত্রলীগ নেতা সায়েমের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয়া ছাত্রীদের উত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনায় শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির গায়ে হাত দেওয়ারও অভিযোগ ওঠে। সাংবাদিকদেরকে তিনি বলেছিলেন, ‘তারা শুধু আমার পিঠে ডিম ছুঁড়েনি, গায়েও হাত দিয়েছে। এ ঘটনার বিচার আমাকে দিতে হবে।’