২২ মে ২০১৯, ২২:০৪

যাত্রা শুরু হল প্রতিবন্ধী শিক্ষা ও পুনর্বাসন সংস্থার

  © সংগৃহীত

যাত্রা শুরু করলো প্রতিবন্ধী শিক্ষা ও পুনর্বাসন সংস্থা। ঢাকা বিশ্ববদ্যালয়ের কিছু স্বপ্নবাজ প্রতিবন্ধী তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত হল এই সংগঠন। সারা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়, চাকরি ও পুনর্বাসন নিয়ে কাজ করবে এই সংগঠন।

'হাতে হাত রেখে এগিয়ে যাই উন্নয়নের দিকে' এই স্লোগান নিয়ে যাত্রা শুরু হল তাদের। বুধবার বিকেলে হাজী মুহাম্মদ মুহসীন হলে উদ্বোধন হয় এই সংগঠনের। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন এ সংগঠনের শুভ উদ্বোধন করেন ।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৃষ্টি প্রতিবন্ধী ও হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মলয় কুমার সাহা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়।