১৩ মে ২০১৯, ১৮:০৪

অপরাধীরাও ছাত্রলীগের কমিটিতে, বিক্ষোভে নামছেন বঞ্চিতরা (ভিডিও)

  © টিডিসি ফটো

ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, অছাত্র, মাদক মামলার আসামী, হত্যা মামলার আসামীসহ নানা অপরাধীরা। নতুন এই পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভে নামছেন পদ বঞ্চিতরা। সোমবার কমিটি ঘোষণার পর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে থমথমে অবস্থা বিরাজ করে। জানা যায়, সন্ধ্যার পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করবে। 

জানা যায়, সহ-সভাপতি পদে আছেন আমিনুল ইসলাম বুলবুল যিনি হত্যা মামলার আসামী। সহ-সভাপতি শাহরিয়ার কবির মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সহ-সভাপতি পদে বরকত হাওলাদারকে শিক্ষককের গায়ে হাত তোলায় তাকে ঢাবি থেকে আজীবন বহিষ্কার করা হয়। আরেক সহ-সভাপতি পদে তানজিল ভূঁইয়া তানভীরের বয়স ৩০ এর উর্ধ্বে। সহ-সভাপতি আতিকুল রহমান খানের বিরুদ্ধে রয়েছে মাদক ও ইয়াবা সেবনকারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। পহেলা বৈশাখী কনসার্টে আগুন দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। 

দপ্তর সম্পাদক আহসান হাবীব সাবেক চাকরিজীবী এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বৈশাখী কনসার্টে আগুন দেওয়ার অভিযোগ আছে। সহসভাপতি সুরঞ্জন ঘোষের বয়স ত্রিশের উধ্বে। সংগঠনটির ২নাং যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ২০১৪-১৫ সেশনে পরীক্ষায় নকলের দায়ে ঢাবি থেকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।

এছাড়া তার বিরুদ্ধে রয়েছে পহেলা বৈশাখী কনসার্টে আগুন দেওয়ার অভিযোগও। সহ-সভাপতি পদ পাওয়া আরেফিন সিদ্দিকী সুজনকে এক সময় ইয়াবা সেবন ও মাদক রাখার জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছিল। সহ-সভাপতি সোহেল রানার বয়স ত্রিশ উর্ধ্বে। তিনি ছাত্রলীগে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল হক চৌধুরী ছোটন বর্তমান কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীর আপন ছোট ভাই বলে জানা যায়। তিনি ছাত্রলীগে নিষ্ক্রিয়।

আরো দেখুন: ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (তালিকা)