বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আশিক-বেনজির
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বরগুনার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০১৯ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল আমিন আশিক এবং সাধারণ সম্পাদক বেনজির আহমেদ।
বৃহস্পতিবার বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং এর পরদিন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খলিলুর রহমান, প্রফেসর ড. আফজাল হোসাইন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এবং বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য মশিউর রহমান শিহাব, লেকচারার মেহেদী হাসান,বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক মো কামরুল হাসান সোহেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান লিমন, ডাকসুর বিজ্ঞান বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী এবং সদস্য সাইফুল ইসলাম রাসেল ও মাহমুদুল হাসান এবং জহুরুল হক হলের ছাত্রসংসদের জিএস তৌফিকুল ইসলাম এবং বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলো।
নতুন কমিটির সভাপতি আল আমিন আশিক বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরগুনারর সকল শিক্ষার্থীরা কাধে কাধ মিলিয়ে কাজ করে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।
সমিতির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম তপু বলেন যে,তারণ্যের উচ্ছ্বাস নিয়ে,সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বরগুনার সকলকে নিয়ে ঐক্যবদ্বভাবে থাকতে চাই।বরগুনা থেকে আগত মেধাবী মুখগুলোর অনন্দ বেদনার সাথী হতে চাই। বরগুনা থেকে আগত মেধাবী মুখগুলোকে হতাশায় ভুগতে দেব না, লাইনচ্যুত হতে দেব না।
জানা যায় যে, বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষনা করা হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা নতুন কমিটি নিয়মিত মাসিক সভা, প্রোগ্রামের মাধ্যমে তাদের মধ্যকার সম্প্রীতি আরো জোরদার করবে এবং সংগঠনের গতিশীলতা বজায় রাখবে।