গণরুমে শিক্ষার্থীদের নিয়ে ইফতার করলেন ডাকসু নেতা

ইফতার সামগ্রী নিয়ে গণরুমে ডাকসু নেতা
ইফতার সামগ্রী নিয়ে গণরুমে ডাকসু নেতা  © টিডিসি ফটো

রমজান মাস সিয়াম সাধনার মাস। এ রমজান মাসে সারাদিন অনাহারে সিয়াম সাধনার শেষে ইফতারের সময়টা সারাদিনের কষ্ট মুছে দেয়। কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গনরুমে থাকে তাদের পর্যন্ত ইফতারের এ আমেজটা ঠিক মতো পৌঁছায় না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য তেমন সুযোগ সুবিধা না থাকার কারণে ইফতারের জন্য তাদের নানা সমস্যায় পড়তে হয়। আর তাদের এ কষ্ট ভাগাভাগি করে নিতে নিজ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানবীর হাসান সৈকত।

রবিবার ষষ্ঠ রমজান বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে গিয়ে তিনি নিজ হাতে ইফতার বিতরণ করেন ডাকুস এ নেতা।

জানা যায়, গনরুমের শিক্ষার্থীদের ইফতার নিজের সাথে ভাগাভাগি করতে তার এমন উদ্যোগ। কোন স্পন্সর ছাড়াই তিনি নিজ উদ্যোগে এ আয়োজন করেছেন।

এ ব্যাপারে স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী আরিফ বিল্লাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তানবীর হাসান সৈকত ভাই সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আগেও অনেক কাজ করেছেন। কিন্তু এবারে নিজের পকেটের টাকায় আমাদের ইফতার করানোর ব্যাপারটা আমাদের কাছে খুব আনন্দদায়ক লাগছে।

গণরুমে শিক্ষার্থীদের সঙ্গে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত 

তানবীর হাসান সৈকত জানান, আমি গনরুমের শিক্ষার্থীদের সাথে ইফতার ভাগাভাগি করার জন্য এ উদ্যোগ নিয়েছি। আমি আমার সামর্থ্য থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আগেও কাজ করেছি, আমাদের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ