১২ মে ২০১৯, ১৫:৩১

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ঢাবির বাস, অল্পতে রক্ষা পেলেন শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

রাজধানীর কাওরান বাজার এলাকায় দুর্ঘটনায় পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস ‘হেমন্ত’। এতে শিক্ষার্থীদের কেউ গুরুতর আহত না হলেও চালক সামান্য আহত হয়েছেন। রবিবার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামতে গিয়ে বাসটির ব্রেক ফেল হলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে নামতে গেলে বাসটির ব্রেক ফেল হয়। এসময় সেটি থামাতে গেলে সড়ক ডিভাইডারের মাঝামাঝি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক হাতে আঘাত পান। তবে শিক্ষার্থীদের কেউ আহত হননি বলে জানা গেছে।

এ ব্যাপারে গাড়িতে থাকা নাজমুল নামে ফার্মেসী বিভাগের এক ছাত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফ্লাইওভার থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। গাড়িটি হেমায়েতপুর-সাভার রুটে চলাচল করে বলে তিনি জানান।

আরেক শিক্ষার্থী রাআদ তামীম জানান, আমি ওই বাসে ছিলাম। ড্রাইভার কায়েস ভাইয়ের দক্ষতা আমাদের অনেক সাহায্য করেছে। দোষ যদি কারো থাকে তা ঢাবি প্রসাশনের, কেন একটা রুটে ফিটনেসবিহীন বাস চলবে? আমার মনে হয়, কায়েস ভাই ব্যতীত অন্য ড্রাইভার থাকলে প্রাণহানি ঘটতোই ঘটতো, যেখানে আমাদের এক আপু আর স্বয়ং ড্রাইভার ভাই কিছুটা আহত হয়েছেন।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুর্ঘটনার ঘটনাটি শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। এতে কেউ আহত হয়েছে কিনা তা দেখা হচ্ছে। এছাড়া কি কারণে দুর্ঘটনা ঘটেছে তাও জানার চেষ্টা করা হচ্ছে।’