ঢাবি হল সংসদের এজিএসকে ছাত্রলীগ নেতার মারধর
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ মে ২০১৯, ০৫:১১ PM , আপডেট: ১০ মে ২০১৯, ০৬:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহ-সাধারণ সম্পাদককে (এজিএস) মারধর করেছেন এক ছাত্রলীগ নেতা। জানা যায়, রুমের সিট দখল করতে গিয়ে এজিএসকে মারধর করা হয়। শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরুল হক হল সংসদের সহ-সাধারণ সম্পাদক সুরাপ মিয়া হলের ৩৪৭নম্বর রুমে থাকেন। একই কক্ষের অন্য একটি সিটে শরীফ নামের আরেক শিক্ষার্থী থাকতেন। সম্প্রতি তিনি সিট ছেড়ে চলে গিয়েছেন। সেই সিটে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহফুজুর রহমান ইমন তার অনুসারীকে তুলে দিতে যান।
এটা নিয়ে কক্ষে বসবাসরত এজিএসের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমনের সহযোগিতায় তার অনুসারী জাহিদ সুরাপ মিয়াকে ধাক্কা দেন ও মারধর করেন। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা হয়।
পরে সেখানে হল এর একজন আবাসিক শিক্ষক এস এম রেজাউল করিম ও হল সংসদের ভিপি সাইফ উল্লাহ আব্বাসী অনন্ত ও জিএস তৌফিকুল ইসলাম উপস্থিত হন।
এ বিষয়ে হল সংসদের এজিএস সুড়াপ মিয়া বলেন, আমার কক্ষে লোক দিবে কিন্তু আমাকে জানানো হয়নি। ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হলেও আমাকে মারধর করা হয়েছে। তবে তিনি এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
এ বিষয়ে আবাসিক শিক্ষক এস এম রেজাউল করিম বলেন, ঘটনাটি শুনে আমি দ্রুত ঘটনাস্থলে যায়। তারা নিজেদের মধ্যে মিটমাট করে ফেলেছে বলে আমাকে জানায়। যেহেতু শিক্ষার্থীদের মধ্যকার সমস্যা তারা সমাধান করে ফেলেছে। তবে বিষয়টি তিনি হল প্রাধ্যক্ষকে অবহিত করেছেন বলেও জানান।
জানা যায়, এর আগে মারধরকারী ইমন জালিয়াতির কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
আরো দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালিকানা কার?