ঢাবিতে তরুণ কলামিস্টদের ইফতার মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ঢাবি শাখার সার্বিক সহযোগিতায় তরুণ কলামিস্ট ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার রাজস্ব কর্মকর্তা মাজেদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তুহিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনাড়ম্বরভাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিটিসিএলএফ এর কেন্দ্রীয় সেক্রেটারী নাজমুন আরা শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল হক বলেন, তরুণ কলামিস্টরাই বিটিসিএলএফ এর প্রাণ। তোমরা যতবেশি লেখালেখি করবে, ততবেশি এই সংগঠনের সুনাম ও পরিচিতি বৃদ্ধি পাবে। সংগঠনের স্বার্থে লেখালেখির প্রতি তোমাদের বিশেষ নজর দিতে হবে।
বিশেষ অতিথি ও সংগঠনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, তোমাদের মতো তরুণদের প্রতি আমার বিশ্বাস ও আস্থা দুটিই আছে। বিশ্বাস করি, তোমাদের হাত ধরেই আমাদের দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি তরুণদেরকে লেখালেখির পাশাপাশি নিজেদের একাডেমিক লেখাপড়ার প্রতিও জোর দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মো. জাহানুর ইসলাম বলেন, পবিত্র মাহে রমজানে নিজের পরিবারের সাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমার প্রিয় সংগঠনগুলোর মধ্যে একটি। বিটিসিএলএফ এর সব সদস্যকেই আমি নিজের পরিবারের সদস্য মনে করি। শুরু থেকেই বিটিসিএলএফ এর সাথে আছি, ভবিষতেও থাকব ইনশাআল্লাহ । এ সময় বিটিসিএফএর সদস্যদের আগাম ঈদের শুভেচ্ছাও জানান তিনি।
কেন্দ্রীয় সেক্রেটারী নাজমুন আরা শামীমা বলেন, ঈদের আগে সংগঠনের সদস্যদের সাথে ইফতার আয়োজন করতে পেরে ঈদ পূর্ব পুনর্মিলনও হয়ে গেল। তাই খুব ভালো লাগছে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
বিটিসিএলএফ এর ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি মো. জাকারিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জয়নুল হক, ঢাবি শাখার কোষাধ্যক্ষ মোঃ ফেরদাউস খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, অ্যাপ্যায়ন সম্পাদক তামান্না আক্তার, মো. মাসুদ রানা ও উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক জসীম উদদীন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত তরুণ কলামিস্টবৃন্দ।