১০ মে ২০১৯, ১০:০৯

ইন্টারন্যাশনাল হলে ভাংচুর করায় নেপালি শিক্ষার্থীকে বিতাড়ন

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ভাঙচুর ও প্রাধ্যক্ষের সঙ্গে অসদাচরণের দায়ে এক নেপালি শিক্ষার্থীকে বের করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ওই নেপালি শিক্ষার্থীর নাম ডা. সন্দিপ পান্ডে। তিনি অতিথি শিক্ষার্থী হিসেবে তিন বছর ধরে ঢাবির ইন্টারন্যাশনাল হলে অবস্থান করছিলেন। সন্দিপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষার্থী বলে জানা গেছে।

তাঁর বিরুদ্ধে ডায়েরির বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন সাংবাদিকদেরকে বলেছেন, ‘সন্দিপকে মাদকাসক্ত মনে হয়েছে। সে হলে ভাঙচুর করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷’

ডায়েরিতে বলা হয়েছে, আরেক নেপালি ছাত্র ডা. মায়াক আচারিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ডা. সন্দিপকে ২০১৬ সালের ২৭ জুলাই থেকে ইন্টারন্যাশনাল হলের ১৩০ নম্বর কক্ষে অতিথি শিক্ষার্থী হিসেবে থাকার অনুমতি দেওয়া হয়।

এতে সন্দিপকে মাদকাসক্ত উল্লেখ করে বলা হয়েছে কয়েক দিন আগে হলের টিভি কক্ষে ফুটবল খেলা দেখার সময় তিনটি চেয়ার ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন তিনি। পরদিন হল প্রাধ্যক্ষ ওই শিক্ষার্থীকে ডাকলে প্রাধ্যক্ষের সঙ্গেও অসদাচরণ করেন। হলের কর্মকর্তা ও কর্মচারীদের দিকে ছুরি নিয়ে তেড়ে যান বলেও অভিযোগ করা হয়েছে। সন্দিপের এমন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।