রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ঢাবির কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকসেবার সময়সূচি বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। আগামী ১৬ জুন ২০১৯ থেকে পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দুটি সকাল ৮ টায় খুলে রাত ৯ টায় বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকাল ৩ টায় খুলে রাত ৮ টায় বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ১০টায় খুলে রাত ৮টায় বন্ধ হয়ে যায়। এছাড়া সরকারি ছুটির দিনে লাইব্রেরিটি পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে জ্ঞানচর্চা বাধাগ্রস্ত হয়। বই পড়ার জন্যে নিদৃষ্ট কোন সময় থাকা উচিত নয়। বিশেষত ছুটির দিনেই অন্যান্য একাডেমিক কাজ না থাকায় নিরবিছিন্ন পড়াশুনার সুযোগ রয়েছে।
কিন্তু লাইব্রেরিটি বন্ধ থাকায় নিত্যদিন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের যারাই লাইব্রেরি ব্যবহার করেন তারা পড়াশোনার ক্ষেত্রে লাইব্রেরি ব্যবহার থেকে বঞ্চিত হন। এজন্য শিক্ষার্থীরা লাইব্রেরির সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। এছাড়া সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় ২৪ ঘন্টা খোলা রাখা, নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা, গ্রন্থাগার এলাকাকে যথা সম্ভব নিরিবিলি ও শব্দ দূষণমুক্ত রাখা, গ্রন্থাগার এলাকায় যেকোন মিটিং মিছিল বা শব্দ উৎপাদন করে এমন যেকোন বস্তুর ব্যবহার নিষিদ্ধ করা, গ্রন্থাগার এলাকা ও গ্রন্থাগারের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা ও নতুন এক্সটেনশন নির্মাণ করে পড়াশোনার জন্য আরো আসন বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছিলো।