ঢাবি ছাত্র তানভীরের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এজাহারে যা আছে
সেনা সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র তানভীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মকর্তাদের মারধর এবং প্রতারণার অভিযোগ নিয়ে আসা হয়েছে। তানভীরের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার থেকে এ তথ্য জানা গেছে। তানভীর বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
মামলার এজাহারের শুরুতে দুই সেনা কর্মকর্তার পরিচয় উল্লেখ করে বলা হয়েছে, সরকারী ডিউটিরত অবস্থায় পিকআপযোগে গুলিস্থান হতে তারা ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। গত ২ মে রাতে শাহবাগ থানাধীন বাংলামটর সিগনালের পুলিশ বক্সের পশ্চিম পাশে পৌঁছামাত্র ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিলে গাড়ী নিয়ে যাচ্ছিলেন। এসময় ফেরদৌসুল হক ও তানভীর আহম্মেদ মোটরসাইকেল চালিয়ে আমার পিছন থেকে বাম পাশ দিয়ে অতিক্রম করে ডান পাশে যাওয়ার চেষ্টা করলে ড্রাইভার গাড়ী থামিয়ে দেয়।
আরো বলা হয়েছে, উক্ত আসামিরা গাড়ীর নিকট এসে সাংবাদিক হিসেবে মিথ্যা পরিচয় দিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ড্রাইভারের কলার ধরে ঘুষি মারে। বলে, ‘তোর পোষাক খুলে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবো’। উক্ত সৈনিককে বলে, ‘তোর বাহিনীর আজিজ সাহেবকে বলে তোর চাকরি খেয়ে দেব।’ সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আসামিদের উগ্র মেজাজ দেখে এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে এবং আসামিদেরসহ ট্রাফিক বক্সে নিয়ে যায়।
ট্রাফিক পুলিশ থানায় খবর দিলে ওই এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের হেফাজত গ্রহণ করেন জানিয়ে এজাহারে বলা হয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা উপরোক্ত ঘটনার কথা স্বীকার করে। তারা পরস্পর যোগসাজসে সরকারী কাজে বাধাদান, সরকারী ডিউটিরত অবস্থায় সরকারী কর্মচারীদের কিল ঘুষি মেরে সাধারণ জখম এবং সরকারী ডিউটিরত অবস্থায় আক্রমণ করে এবং প্রতারণার অপরাধ করে।
আরো পড়ুন: ঢাবি ছাত্র তানভীরকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
পুলিশের সহায়তায় আসামীদ্বয়সহ থানায় গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এজাহার দায়ের করিতে সামান্য বিলম্ব হয় বলেও এজাহারকারী উল্লেখ করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় সেনা সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে আটক হন তানভীর আহমেদ। একপর্যায়ে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
তানভির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। ৪০তম বিসিএস পরীক্ষার প্রার্থী ছিলেন তিনি।