বহিরাগত তাড়াতে মুহসীন হলে গণশুনানি আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবস্থানরত বহিরাগতদের তাড়াতে গণশুনানির আয়োজন করেছে হল সংসদ। আজ সোমবার বিকেল ৪টায় হলের অভ্যন্তরীণ মাঠে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে হলের বিভিন্ন ফ্লোরে গতকাল রবিবার মাইকিং করা হয়। মাইকিং করেন হল সংসদের সদস্য মো. আব্দুর রহমান।
এতে বলা হয়, ‘গণশুনানি, গণশুনানি, গণশুনানি,
আমাদের হল আমরাই রাখব নিরাপদ।
বহিরাগত মুক্ত হল আমাদের অধিকার,
প্রিয় মুহসীন হল বাসী!’
মুহসিন হল সংসদ ও হল প্রশাসনের এক যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক হলে বহিরাগত অবস্থান দণ্ডনীয় অপরাধ। তাই, সোমবার বিকাল ৪ ঘটিকায় মুহসীন হল অভ্যন্তরীণ মাঠে বহিরাগত বিতাড়নের উদ্দেশ্যে এক গণশুনানির আয়োজন করা হয়েছে। আপনারা উপস্থিত থেকে হলকে বহিরাগতমুক্ত করতে সহযোগিতা করুন।
‘আমরা আপনাদের কথা বলছি, আপনাদেরই সাথে আছি।
মুহসীন হল আমাদের হল, আমরাই রাখবো নিরাপদ।’
এদিকে হল সংসদের ঘোষণার পর বিভিন্ন রুমে অবস্থানরত বহিরাগতদের নাম প্রকাশ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। ‘মুহসীন হল পরিবার , ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামক ফেসবুক গ্রুপে বিভিন্ন কক্ষে অবস্থানরত বহিরাগতদের নাম ও ছবি প্রকাশ করে তারা। আর কয়েকজন শিক্ষার্থী আজকে গণশুনানিতে বাকীদের নাম প্রকাশ করবেন বলে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’কে জানিয়েছেন।