০৩ মে ২০১৯, ০৮:১৬

সেনা সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে থানায় ঢাবি ছাত্র, দেয়া হচ্ছে না বিসিএস পরীক্ষা

সেনা সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে থানায় গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র। আজ শুক্রবার অনুষ্ঠেয় বিসিএস পরীক্ষায়ও বসা হচ্ছে না তার। 

শাহবাগ থানা পুলিশ ও ঢাবি প্রক্টর অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় সেনা সদস্যের গাড়ি এবং ঢাবি ছাত্র তানভির আহম্মেদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সেনা সদস্যের দাবি, ঢাবি ছাত্র তার গাড়িতে ধাক্কা দিয়েছেন। আর ঢাবি ছাত্রের দাবি, সেনা সদস্যের গাড়ি তাকে ধাক্কা দিয়েছেন। দুই গাড়ির সংঘর্ষের পর উভয় পক্ষ তর্কে জড়ান। এক পর্যায়ে মোটর সাইকেল আরোহী তানভিরকে পুলিশের সহায়তায় থানায় নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ  আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোঁজ নেয়া হলে কর্তব্যরত কর্মকর্তা  জানান, ওই ছাত্র শাহবাগ থানার হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

জানা যায়, তানভির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। আজকের ৪০তম বিসিএস পরীক্ষায় সেও একজন পরীক্ষার্থী। তবে থানা হেফাজতে থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না তিনি। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, পুলিশের সাথে তাঁদের কথা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত-বিশ্লেষন করছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ছাত্র নির্দোষ হলে তাকে ছেড়ে দেয়া হবে।