ঢাবির শিক্ষার্থীর শহীদ রনদা একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড লাভ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের দু’জন কৃতী ছাত্রীকে ‘শহীদ রনদা প্রসাদ রায় এ্যাওয়ার্ড অব একাডেমিক এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে। ২০১৭ সালের বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদের এ সম্মানে ভূষিত করা হয়েছে।
মঙ্গলবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেন।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সুষমা পাল ও অতসী দাস।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার বক্তব্যে শহীদ রনদা প্রসাদ রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, দেশে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের নিরলসভাবে কাজ করতে হবে।
প্রসঙ্গত, শহীদ রনদা প্রসাদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ছাত্র ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে বর্বর পাকিস্তানী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।