ঢাবি ছাত্র তাওশিকের স্বপ্ন কেড়ে নিল মরণব্যাধি ক্যান্সার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৫৭ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৫৭ PM
ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের মেধাবী ছাত্র তাওশিক আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলায়হি রাজিউন)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে শোকের ছায়া নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্সে সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন তাওশিক আহমেদ। এরপর ২০১৭ সালে কাজ শুরু করেন ব্র্যাকে। কিন্তু এর পরের বছরই ফুসফুসের ক্যানসার ধরা পড়ে তাঁর।
তাওশিকের বন্ধুরা জানিয়েছেন, তিনি অসম্ভব মেধাবী ছিলেন। সবাই ধরেই নিয়েছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। কিন্তু তার অকাল মৃত্যু যেন সবকিছু মিথ্যা প্রমাণ করে দিল। এছাড়া তাওশিক ফটোগ্রাফি ও ফ্রিল্যান্সিং করতে ভালোবাসতেন।
তাওশিকের বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সাঈদ শোহাইব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অসম্ভব ভালো স্টুডেন্ট ছিল সে। আমরা সবাই তার কাছে পড়াশোনার জন্য হেল্প নিতাম। তার মত ছাত্র আসলে খুঁজে পাওয়া দুষ্কর।’
তিনি আরো বলেন, ‘আজ সে আমাদের ছেড়ে চলে গেছে। তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। কিন্তু সে স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল।’
জানা যায়, তাওশিকের বাড়ি বগুড়া জেলার কাহালু-নন্দীগ্রাম। তার বাবা একটি বেসরকারি কলেজের শিক্ষক এবং মা গৃহিণী। তাওশিকরা এক ভাই ও এক বোন রয়েছে।