২৬ এপ্রিল ২০১৯, ২২:২৯

বাধঁতে বলা দাঁতকে তুলে ফেললেন ঢাবি চিকিৎসক

আবু বকর সিদ্দিক  © সংগৃহীত

ঢাকায় বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেডিকেল সেন্টারে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে দাঁত হারিয়েছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. রবিনের কাছে দাঁতের সমস্যার কথা জানালে তিনি একটি বাধঁতে অপরটি তুলতে বলেছেন। তার এ পরামর্শক্রমে তার আরেক সহযোগীর কাছে গেলে তিনি তার দু’টি দাঁতই তুলে ফেলেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে দাঁতের চিকিৎসা করতে গিয়ে এ সমস্যার শিকার হয়েছেন তিনি। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবু বকর সিদ্দিক। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত বুধবার আবু বকর সিদ্দিক বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে দাঁতের চিকিৎসার জন্যে ডা. রবিনের চেম্বারে যান। আবু বকর তার দাঁতের সমস্যার কথা বললে ড. রবিন তাকে ৫ নম্বর দাঁত বাধঁতে ও ৬ নম্বর দাঁত তুলার পরামর্শ দেন। কিন্তু দাঁত তুলার জন্যে মেডিকেল অফিসারের সহকারীর কাছে গেলে তিনি দুটি দাঁতই তুলে ফেলেন। পরে তিনি ডা. রবিনের কাছে আবার গেলে তিনি তাকে ঐ দাঁত ব্রিজ করতে বলেন। এখন আবু বকর সিদ্দিক দাঁত হারিয়ে দুঃখ প্রকাশ করছেন। তিনি তাঁর দাঁতের ক্ষতিপূরণ চান।

এ বিষয়ে আবু বকর সিদ্দিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি দাঁতের চিকিৎসার জন্য ড. রবিনের কাছে গিয়েছিলাম। কিন্তু ড. রবিনের সহকারী আমার দাঁতের অনেক বড় ক্ষতি করল। আমি আমার দাঁতের ক্ষতিপূরণ চাই।

এ বিষয়ে ডা. রবিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তাকে ফোনে পাওয়া যায়নি। তিনি তার মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছেন।