৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামছেন ঢাবি শিক্ষার্থীরা!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আগামী ২৯ এপ্রিল সোমবার থেকে কর্মসূচি পালন শুরু করবেন তারা। ওইদিন বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলন সফল করতে ইতোমধ্যে তারা সাত কলেজের অধিভুক্তি বাতিলের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা ও ক্যাম্পাসে লিফলেট বিলি শুরু করেছেন। লিফলেটে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের পক্ষের কারণগুলো তুলে ধরা হয়েছে।
তারা যেসব যুক্তি তুলে ধরে এ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারমধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অবহেলা, ঢাবি শিক্ষার্থীদের অস্তিত্ব সংকট এবং পরিচয় বিড়ম্বনা, গবেষণা ফান্ডের অভাব কিন্তু সাত কলেজের জন্য প্রশাসনিক ভবন নির্মাণের আশ্বাস প্রদান, আন্তর্জাতিক র্যাংকিং গণনা করার সময় অধিভুক্ত কলেজগুলোকেও বিবেচনা করা হয় বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধ্বসের সম্ভাবনা ইত্যাদি।
আন্দোলনকারীরা জানান, রাবি, চবি এবং খুবি কর্তৃপক্ষকে স্থানীয় কলেজগুলো অধিভুক্ত করতে বলা হলেও তারা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে এমন প্রস্তাব ফিরিয়ে দেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করবে না?
আন্দোলনের সমন্বয়কদের একজন মোস্তাকিন আহমেদ আশিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল। আজ থেকে আমাদের আন্দোলনের প্রচারণা শুরু করেছি। আমাদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।’
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সাত সরকারি কলেজকে অধিভুক্ত করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করা শুরু করেন যে, তারা সাত কলেজের অধিভুক্তির ফলে নানামুখী সমস্যা ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। ক্রমান্বয়ে তাদের ক্ষোভ আন্দোলনে পরিণতি লাভ করে।
গতবছরের জানুয়ারির প্রথম দিকে সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু সে আন্দোলন বিভিন্ন কারণে সফল হয়নি। ফলে এ বিষয়টিও অমীমাংসিত রয়ে যায়।