ভিপি নুরকে জড়িয়ে নতুন সংগঠনের খবর ভুয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ PM , আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুলহক নুর নতুন ছাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছেন বলে যে খবর প্রকাশিত তা সঠিক নয়। নুরুলহক নুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু কুচক্রী মহল সবসময় আমাদের পিছে লেগে থাকে। কোন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিনা এটাই তাদের কাজ।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে দেশের শিক্ষার্থীরা একটি বিকল্প ছাত্রমঞ্চের প্রত্যাশা করে বলে মন্তব্য করেছিলেন নুর। ওই বক্তব্যের পর নুর নতুন ছাত্র সংগঠন করছেন কিনা তা নিয়ে বেশ গুঞ্জন সৃষ্টি হয়েছে। আর এ নিয়ে গত কয়েকদিন বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে। তাদের দাবি, নুর নতুন ছাত্র সংগঠন গঠনের ঘোষণা দিয়েছেন।
মূলত এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলন কেন্দ্রিক কমিটি ছিলো নুরদের। এখন সে কমিটি রেখে যেসব স্থানে কমিটির প্রয়োজন মনে করছেন সেসব যায়গা গুলোতে নতুন কমিটির ব্যাপারে কাজ করছেন।
এ বিষয়ে ভিপি নুরুল হক নুর জানান, নতুন কোনো সংগঠন করার পরিকল্পনা আমাদের নেই। আমরা আগেও সাধারণ ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলেছি, কাজ করেছি। আমাদের এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, নতুন কোনো সংগঠন নয়, কোটা সংস্কারের জন্য গড়ে ওঠা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’কে নতুন আঙ্গিকে ডেলে সাজানো হবে। শুধুমাত্র কোটা নিয়ে নয়, একটি পূর্ণাঙ্গ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের জন্য সব ধরণের কাজ করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।