২১ এপ্রিল ২০১৯, ০৮:৪০

মৃত্যুর মুখোমুখি ঢাবি ছাত্রী বিনিতা বাঁচতে চায়

বিনিতা রাণী (আগের ও বর্তমান অবস্থা)  © সংগৃহীত

বিনিতা রাণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী। পড়ছিলেন দর্শন বিভাগে। কিন্তু হঠাৎ করেই যেন সব দুমড়ে-মুচড়ে গেল। আক্রান্ত হয়ে পড়লেন জটিল রোগে। ভেঙে গেল স্বপ্ন; অসহায় হয়ে পড়লেন গোটা পরিবার। 

পরিবারে খোঁজ নিয়ে জানা যায়, কিডনী রোগে ভুগছেন বিনিতা। বিষয়টি নিয়ে অনেক ডাক্তার দেখালেও সবাই ভিন্ন ভিন্ন সমস্যার কথা বলছেন। তাছাড়া চিকিৎসা ব্যয়ের বিষয়টি তাদের ভাবতে হচ্ছে। সববিমিলয়ে নিরুপায় হয়ে পড়েছেন।

জানতে চাইলে বিনিতার বড় ভাই নিরঞ্জন রবিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ বর্ষে পড়া অবস্থা তার সমস্যা শুরু হয়। এতে করে কিছুদিন পড়ালেখা বন্ধ ছিল। পরে ঠিক হলেও বর্তমানে টিকতে পারছেন না। বাধ্য হয়েই গত দেড় বছর ধরে বাড়িতে অবস্থান করছেন বিনিতা। তিনি জানান, দেশে অনেক চিকিৎসা করা হয়েছে; কিন্তু কোনো কাজ হয়নি। তাই আপাতত ভারত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানেই চিকিৎসা করাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো সাহায্য পেয়েছেন কিনা জানতে চাইলে নিরঞ্জন বলেন, বিনিতার বন্ধুরা আজ তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন। দেখা যাক কী হয়? তবে এর আগেও তারা ঢাকায় চিকিৎসার কথা বলেছিলেন। সাহায্য তোলার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হয়ে উঠেনি। এ সময় তিনি বলেন, তার মোবাইল নম্বর (০১৭৩৭ ২৩৫৬৮০ বিকাশ করা আছে। কেউ চাইলে সাহায্য করতে করতে পারে। তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে না পারলেও কেউ চাইলে দেবেন বলে জানান নিরঞ্জন।

জানা যায়, বিনিতা রাণী ঠাকুরগাঁও জেলার সদর থানা অধিবাসী। বর্তমানে তার চিকিৎসার জন্য কয়েক লক্ষাধিক টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে ম্যানেজ করা কষ্টসাধ্য। বিনিতা রাণী বাঁচতে চায়। চায় আগের মতো আবার সবার সাথে হাসিখুশিভাবে কথা বলতে। পরিবার বলছেন, বিত্তবানরাসহ সমাজের অন্যান্যরা যদি নিজেদের সাধ্যমতে একটু সহায়তার হাত সম্প্রসারিত করে তাহলে বিনিতার মুখে হাসি ফোটানো কোনো ব্যাপারই নয়।