মুহসীন হল সংসদের ঘটনা গণমাধ্যমে সঠিকভাবে আসেনি: ইমরান
গত বুধবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সাধারণ সভায় সংসদের সংস্কৃতি সম্পাদক ইমরান হাসান ও সমাজসেবা সম্পাদক দৃষ্টিপ্রতিবন্ধী আবুল হোসেনের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে। এ ঘটনায় সমাজসেবা সম্পাদক আবুল হোসেনের অভিযোগের ভিত্তিতে কয়েকটি অনলাইন ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তবে গণমাধ্যম কর্মীদের কাছে দেয়া আবুল হোসেনের অভিযোগ মিথ্যা উল্লেখ করে হল সংসদে ঘটা সেদিনের প্রকৃত ঘটনা গণমাধ্যমে আসেনি বলে দাবি করেছেন সাংস্কৃতিক সম্পাদক ইমরান হাসান।
ইমরান হাসান বলেন, বুধবার হল সংসদ কক্ষে সংসদের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাসঙ্গিক আলোচনায় হলের সহ-সভাপতি শহিদুল হক শিশির, সমাজসেবা সম্পাদক আবুল হোসেন ও আমি মত ব্যক্ত করি। সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে নির্ধারিত সময়ে আমি আমার মত ব্যক্ত করতে গেলে সমাজ সেবা সম্পাদক আবুল হোসেন আমাকে পার্সোনাল অ্যাটাক করেন ও একপর্যায়ে আমাকে মারতে তেড়ে আসেন। বিষয়টি নিয়ে সভায় হট্টগোল ও কথা কাটাকাটির সৃষ্টি হয়।
ইমরান হাসান দাবি করেন, সমাজ সেবা সম্পাদক আবুল হোসেন নাটকীয় ও ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত হেয় প্রতিপন্ন বক্তব্য প্রদান করেন। যার ফলে হল সংসদে ঘটে যাওয়া সত্য ঘটনা সম্পূর্ণ আড়াল হওয়ার পাশাপাশি সংসদের সুনাম ক্ষুন্ন হয়েছে ।
বিষয়টি সম্পর্কে ঘটনাস্থলে উপস্থিত থাকা হল সংসদের জিএস মেহেদী হাসান মিজান বলেন, গণমাধ্যমে আবুল হোসেন যে-ধরনের বক্তব্য দিয়েছেন প্রকৃত ঘটনা তার সম্পূর্ণ উল্টো। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই সম্পাদকের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা উভয় পক্ষকে থামানোর চেষ্টা করি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।