সন্ধান মিলেছে টিএসসিতে হাটাহাটি করা বঙ্গবন্ধুর দুর্লভ ছবির
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি সংরক্ষণ করা হয়েছে। ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পরমবন্ধু ফরাসি লেখক-দার্শনিক এবং দ্য গল সরকারের মন্ত্রী আঁদ্রে মার্লোর সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু টিএসসিতে এসেছিলেন। সে সময় অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে টিএসসি প্রাঙ্গণে হেঁটে বেড়াচ্ছেন বঙ্গবন্ধু, পাশে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুল মতিন চৌধুরী এমন একটি স্থিরচিত্রের সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার ইতিহাসের ধারাবাহিকতা বজায় ও টিএসসিতে বঙ্গবন্ধুর শুভ পদার্পণ স্মরণ করার জন্য সেই ফটো টিএসসির উপদেষ্টার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে বসানো হয়েছে। স্থিরচিত্রটি টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর ঝুলিয়েছেন।
ড. সৌমিত্র শেখর বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার ধ্রুব তারকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে স্থানে বিচরণ করেছেন তা ইতিহাসের অংশ। সেই স্থান স্মারকের মাধ্যমে অবশ্যই সংরক্ষিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, টিএসসিতে বঙ্গবন্ধুর আগমনে আমরা গর্বিত। এই গর্ব প্রকাশ এবং ইতিহাস স্মরণ করার জন্য আজ আমরা টিএসসিতে বঙ্গবন্ধুর আগমনের ফটো আনুষ্ঠানিকভাবে ঝুলিয়েছি।
অনুষ্ঠানে টিএসসির উপ-পরিচালক ফারজানা বাসার, সহকারী পরিচালক সুস্মিত জামান, নজীর আহমদ সিমাব, সহকারী পরিচালক (হিসাব) আতাউর রহমান আখন্দ, সেকশন অফিসার মো. মহিউজ্জামান, সহকারী পরিচালক সাদিয়া সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।