বঙ্গবন্ধু হলের সংগঠন অগ্নি-বীণার বর্ষবরণ উৎসব
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ স্লোগানকেই সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘অগ্নি-বীণা’ কর্তৃক নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ-১৪২৬ পালন করা হয়।
রোববার সকালে থেকে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সংস্কৃতি পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে এ সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর বঙ্গবন্ধু হল থেকে কলা ভবনের উদ্দেশ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থানের পর বাংলা বিভাগের করিডরে গিয়ে শেষ হয়।
এর আগে সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফাহিম হাসানের ব্যবস্থাপনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. উপল তালুকদার, হল সংসদের ভিপি মো. আকমল হোসেনসহ এ হল সংগঠনের বাংলা বিভাগ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
সংগঠনটির সভাপতি বলেন, বর্ষবরণের এ অনুষ্ঠানে হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা এক আনন্দঘন ক্ষণ অনুভব করছি। বাঙালী সংস্কৃতির ঐতিহ্য আমাদের মধ্য দিয়ে সমুন্নত থাকবে। তিনি সকলকে আত্মশুদ্ধির মাধ্যমে নব উদ্যমে সকল অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান।
এসময় অধ্যাপক মফিজুর রহমান বলেন, বাংলা বিভাগ বাঙালি ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। আর বাঙালী সংস্কৃতির ধারক-বাহক এ বিভাগের শিক্ষার্থীরা। নববর্ষকে বরণ করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তার প্রমাণ দিয়েছে। এসময় তিনি এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।