ঢাবির বৈশাখী কনসার্ট ডাকসুর নয়, ছাত্রলীগের: নুরুল হক
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ১২:৩৫ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০২:৩৩ PM
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দেশের সবচেয়ে বড় কনসার্ট আয়োজন হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে ছাত্রলীগের কোন্দলের ফলে কনসার্ট মঞ্চ জ্বালিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ছাত্রলীগ এর আয়োজক দাবি করা হচ্ছে।
তবে ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর কনসার্টের আয়োজক ডাকসু নয় বলে জানিয়েছেন। যদিও কনসার্ট উপলক্ষে ছাপানো পোস্টারে ছাত্রলীগের সঙ্গে ডাকসুর নামও আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডাকসুর ভিপি নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এটা ছাত্রলীগের প্রোগ্রাম। ডাকসুর হলে আমি জানতাম। এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে, ডাকসুর নাম ভাঙ্গিয়ে যদি কেউ কিছু করে তাহলে আর কিছু বলার থাকে না।’
তবে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা আসিফ তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, কনসার্ট হবে, একটু ভীতি সৃষ্টি হওয়ায় মজো কোম্পানী তাদের জিনসপত্র গুছিয়ে রেখেছেন। অন্য কিছু না। তিনি বলেন, ‘এটা সকল শিক্ষার্থীর অনুষ্ঠান, বাতিল হওয়ার প্রশ্নই আসে না।’
তিনি আরো বলেন, ‘প্রতি বছর ছাত্রলীগ এ অনুষ্ঠান করে থাকে তবে। এ বছর ছাত্রলীগের সঙ্গে ডাকসু সমন্বয় করছে, যাতে অনুষ্ঠান আরো সুন্দর ও রুচিশীল হয়।’
আরো পড়ুন: ছাত্রলীগ সভাপতি শোভনের নির্দেশে কনসার্ট মঞ্চে হামলা!
কনসার্টের মঞ্চে আগুন দেওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কনসার্ট হবে কি হবে না- এ ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে না। ছাত্ররা সমঝোতা করে কনসার্ট করতে পারে। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি তিনি এখনো পুরোপুরি জানেন না। প্রক্টরের সঙ্গে কথা বলে কনসার্ট করা না করার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। দোষীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়ার কথা জানান তিনি।