পহেলা বৈশাখে দেশের সর্ববৃহৎ কনসার্ট ঢাবিতে
পহেলা বৈশাখ উপলক্ষে এবার দেশের সবচেয়ে বড় কনসার্ট হতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই কনসার্ট। এতে দেশের খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীর পাশাপাশি ক্যাম্পাসের শিল্পীদেরও পরিবেশনা থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বিকেল ৩টা থেকে শুরু হবে এ কনসার্ট। এ অনুষ্ঠানে থাকছে চিশতী বাউল, দাগ, ইনসাইড ইউ, বাউল এক্সপ্রেসসহ ক্যাম্পাসের শিল্পীদের ফোক সঙ্গীত পরিবেশনা।
অন্যদিকে পরের দিন রবিবার পহেলা বৈশাখে থাকছে দিনব্যাপী বৈশাখী কনসার্ট। এবার কনসার্টে থাকছে জেমস, ফিডব্যাক, ওয়ারফেজ, আর্টসেল, মিলা ও ক্যাম্পাসের নিজস্ব শিল্পীরা। তাছাড়া সকাল থেকেই বিভিন্ন ছোট ছোট স্টলে গ্রামীণ সংস্কৃতির চিরচেনা রূপ ফুটিয়ে তোলা হবে। যার মাধ্যমে বাংলা ও বাঙালির আত্মার সাথে মিশ্রিত ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির নানা দিক নতুন করে হৃদয়পটে ভেসে উঠবে।
এ ব্যাপারে ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতি বছর ছাত্রলীগ এ অনুষ্ঠান করে থাকে। তবে এ বছর ছাত্রলীগের সাথে ডাকসু সমন্বয় করেছে, যাতে অনুষ্ঠান আরো সুন্দর ও রুচিশীল হয়।’
তিনি আরো বলেন, ‘যান্ত্রিকতার কষাঘাত থেকে কিছু মুহুর্তের জন্য হলেও মুক্তি নিয়ে আমাদের চিরচেনা সংস্কৃতির জগতে ফিরে যাওয়ার প্রয়াস নিয়ে ডাকসু এবং ছাত্রলীগ এই আয়োজন করছে৷ এ বছর দু’দিনব্যাপী আয়োজন থাকছে।’
ডাকসুর সহ সাধারণ সম্পাদক (এজিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ বছর আমরা লোকসংগীতকে রেখেছি বিশেষ আয়োজনে। সেখানে প্রখ্যাত বাউল শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের উদীয়মান বাউল শিল্পীরা অংশ নেবেন। বিশাল এই আয়োজনে দেশের খ্যাতনামা ব্যান্ডও থাকছে।’