১১ এপ্রিল ২০১৯, ১২:১০

‘নুসরাত হত্যার বিচার না হলে ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না’

  © টিডিসি ফটো

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানবন্ধন শুরু হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। এসময় সরকার যদি বিচার করতে না পারে, তাহলে বাংলার ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

সেখানে সংগঠনের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, নুসরাতের মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বলেন, সন্ত্রাসী ধর্ষকদের বিচার এ বাংলার মাটিতে হতে হবে, নয়তো তারা বারবার এ ধরনের ঘটনা ঘটাবে। তিনি নুসরাতকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে সেভাবে ধর্ষকদেরও আগুনে পুড়িয়ে মেরে শাস্তি দেওয়ার দাবি জানান।

তিলক শাহ নামে এক শিক্ষার্থী বলেন, ‘অদ্ভূত এক বিচারহীনতার মধ্যে আছি আমরা। আমরা বিচার পাচ্ছি না। তনু আপু চলে গেল, নুসরাত চলে গেল। আসুন আমরা ধর্ষনের বিরুদ্ধে সোচ্চার হই।’ লুৎফুন নাহার নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা পথেঘাটে যৌন হয়রানির শিকার হচ্ছি। মরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পরে সাড়ে এগারোটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুনরায় মানববন্ধনের মাধ্যমে মিলিত হয়।

সেখানে ফারুক হাসান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার মা-বোনের নিরাপত্তা দিতে না পারার দায় আপনাদেরকেই নিতে হবে। আপনারা যদি বিচার করতে না পারেন, তাহলে বাংলার ছাত্র সমাজ ঘরে বসে থাকবে না।’ তিনি নুসরাতের খুনিদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানান।