১০ এপ্রিল ২০১৯, ১৮:৩৩

ঢাবিতে ব্যতিক্রমধর্মী লুঙ্গি মহফেল!

রাজু ভাস্কর্যে লুঙ্গি পরিহিত ঢাবি শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত হল ‘লুঙ্গি মহফেল-২০১৯’। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এ মহফেল বিকাল পাঁচটা পর্যন্ত চলে। এদিন ঢাবি শিক্ষার্থীরা লুঙ্গি মহফেল উপলক্ষে রঙবেরঙের লুঙ্গি পরে ক্লাস করেন ও পরীক্ষা দেন।

বুধবার বেলা সাড়ে বারোটার দিকে টিএসসিতে জমায়েত করে লুঙ্গি মহফেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এরপর দুপুর ১টার দিকে টিএসসি থেকে লুঙ্গি মিছিল বের করেন তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।

বোরহান মুহাম্মদ নামে লুঙ্গি মহফেলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বাড়িতে লুঙ্গি পরি কিন্তু বাইরে কেন লুঙ্গি পরি না? এটা তো আমাদের ঐতিহ্য। আমাদের মুক্তিযোদ্ধারা লুঙ্গি পরে যুদ্ধ করেছেন। আমরা নিজেরাই আমাদের সংস্কৃতিকে হত্যা করছি। তাই আমি চাই ঘরে-বাইরে লুঙ্গি পরাকে সবাই স্বাভাবিকভাবে গ্রহণ করুক।

শফিক আহমেদ হৃদয় নামে আরেক ছাত্র বলেন, লুঙ্গিকে নেতিবাচকভাবে দেখার ঔপনিবেশিক মানসিকতা থেকে আমরা আজও বের হতে পারিনি। তিনি সবাইকে প্রকৃত বাঙালি হওয়ার আহ্বান জানান।

লুঙ্গি মহফেলের প্রধান আয়োজক নেহাল মুহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় যেমন জ্ঞানগত উৎকর্ষের জায়গা একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কালচার বা সমাজের সংস্কৃতিও তৈরী করে। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সহনশীলতার জায়গা, যেখানে আমরা আরেকজনকে মানতে পারিনা। এ বিদ্যমান মানসিকতা ভাঙতেই আমাদের এ লুঙ্গি মহফেল।