ঢাবির এফ রহমান হল সংসদের পরিচ্ছন্নতা অভিযান

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল সংসদের উদ্যোগে হলে বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড  শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে ‘আমার হল আমার অহংকার, পরিষ্কার পরিচ্ছন্নতা আমার অঙ্গিকার’ এই স্লোগানে হলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ।

সেখানে সরেজমিনে গিয়ে হলে দেখা যায়, হলের চারপাশ পরিষ্কার-পরিছন্ন। বাথরুম ও হলের প্রতিটি কোনায় বসানো হয়েছে ডাস্টবিন। এতে খুশি হলের শিক্ষার্থীরাও।

এ ব্যাপারে হল সংসদের সভাপতি ও হল প্রাধ্যক্ষ কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘আমাদের হলটি নানা দিকে অপরিচ্ছন্ন ছিল। তাই এ এফ রহমান হল ছাত্র সংসদ পরিষ্কার অভিযানের প্রস্তাবটি হল প্রশাসনকে দেয়। আমরা সেই লক্ষে আজকে অভিযান পরিচালনা করেছি। আমাদের সঙ্গে হলের শতাধিক ছাত্র, হাউজ টিউটররা ছিলেন।’

তিনি বলেন, ‘আমরা আমাদের হলের প্রতিটি ফ্লোরে, প্রতিটি রুমের সামনে যে অপ্রয়োজনীয় কাগজ, ময়লা ছিল সেগুলো সকাল সাড়ে আটটা থেকে ঘন্টাব্যাপি পরিষ্কার করেছি। হল পরিষ্কার রাখার জন্য ৪০টি ডাস্টবিন দিয়েছি।এই রকম অভিযান আরো পরিচালনা করব।’

হল সংসদের সহ সভাপতি (ভিপি) আব্দুল আলীম খান বলেন, ‘আমার হল, আমার অহংকার পরিষ্কার-পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার’ স্লোগানকে ধারণ করে স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ-২০১৯ এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। প্রত্যেক ফ্লোরে চারটি এবং শাহনেওয়াজ ভবনে দশটি ডাস্টবিন বসানো ব্যবস্থা করা হয়েছে ‘ পরিচ্ছন্ন ও পরিপাটি এফ রহমান হল গড়তে আগামীতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ