দোষী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে মো. ফরিদ হাসানকে মারধর এবং পরবর্তীতে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্যদের উপর হামলার ঘটনায় দোষী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
তিনি বলেছেন, এ ব্যাপারে তদন্ত চলছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সবকিছুতে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ঢাবি উপাচার্য বলেন, যারাই অন্যায় করুন না কেন, কেউ পার পাবে না। সবার বিরুদ্ধেই তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, এসএম হলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যাদের দোষী বলে চিহ্নিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহবান জানিয়ে তিনি বলেন, এখন ছাত্র সংসদ হয়েছে। এটি সবার অধিকার আদায়ের দায়িত্বশীল জায়গা।
প্রসঙ্গত সোমবার রাতে এসএম হলে মো. ফরিদ হাসানকে পিটিয়ে আহত করার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গেলে ভিপি নুরসহ অন্য শিক্ষার্থীরা ছাত্রলীগের হাতে অবরুদ্ধ ও লাঞ্ছিত হন। এসময় শামসুন নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি, ডাকসুর ভিপি প্রার্থী অরণি সেমন্তি খানসহ কয়েকজনের উপরও হামলার অভিযোগ ওঠে।
গতকাল রাত রাত সাড়ে ৭টা থেকে ওই ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ আরও কয়েকটি দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ভিপি নুরসহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারসহ আরও চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার ঘোষণা দেন ভিপি নূর।
এরই ধারাবাহিকতায় হামলাকারীদের শাস্তির জন্য পাঁচ দিন সময় দিয়েছেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর। এরমধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এ ঘোষণা দেন।