অছাত্রদের হাতে নির্যাতিত হচ্ছেন ঢাবি ছাত্ররা: নুরুল হক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এসএম হল সংসদের এক প্রার্থীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মো. ফরিদ হাসান নামে ওই ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের মাস্টার্সের ছাত্র ফরিদকে দেখতে সকালে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খাঁনসহ আরও অনেকে।
বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হয়েও এভাবে নির্যাতনের শিকার হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ফরিদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি।’
তিনি বলেন, ‘তাকে অমানবিকভাবে মারা হয়েছে। এমনকি হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে তাকে মারধর করেছে। তাকে হাসপাতালে নিতেও কেউ সাহস করেনি। বাধ্য হয়ে ওই অবস্থায় সে একাই হাসপাতালে গেছে।’
আরো পড়ুন: ঢাবি এসএম হল সংসদের প্রার্থীকে মেরে রক্তাক্ত করল ছাত্রলীগ
নুরুল হক বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি, হলে অছাত্র যারা থাকেন তারাই নিয়মিত ছাত্রদের নির্যাতন করে বেশি। বিশেষ করে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এটা বেশি হচ্ছে। বার বার বলার পরও এটা বন্ধের উদ্যোগ নেওয়া হয়নি।’
ফরিদকে মারধর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তার ন্যায়বিচার প্রাপ্তির জন্য আমাদের যা করা লাগে তাই করব। এব্যাপারে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’