৩০ মার্চ ২০১৯, ১৭:৫৯

ফারসি ভাষা ও সাহিত্যের অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী

অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ আমন্ত্রিত অন্যান্য নেতৃবৃন্দ।  © ঢাবি জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মাহদি তোরাবি মেহরাবানি, বিভাগের ভিজিটিং প্রফেসর ড. মুহাম্মদ কাজেম কাহদুয়ি, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক রাবিই এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ আহসানুল হাদী।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল- আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে বিভাগের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।