ঢাবিতে কালকিনি উপজেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কালিকিনি উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাবি কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল আমিন খান রাজু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কবির হোসাইন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় পড়ুয়া কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ২০১৯-২০ সেশনের আংশিক এ কমিটির ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি তানভীর হাসান। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা সফর, স্মরণিকা ও ক্যালেন্ডার প্রকাশনা, ক্যারিয়ার সেমিনার, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ঈদ পুনর্মিলনসহ নানা অনুষ্ঠান আয়োজন করে আসছে। এছাড়া কালকিনি উপজেলা থেকে ঢাবিতে অধিক শিক্ষার্থী ভর্তির জন্য স্কুল-কলেজ গুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার করেছে।
নতুন কমিটির সভাপতি আল আমিন খান রাজু বলেন, পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মাধ্যমে মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে শিক্ষাক্ষেত্রে কালকিনি উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করা, আঞ্চলিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে কাজ করা। সর্বোপরি কালকিনি উপজেলার শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।