ঢাবির মৃত্যুর মিছিলে এবার সামিল হলেন সবুজ!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৃত্যুর মিছিল যেন থামছেই না। সে মিছিলে এবার যুক্ত হলেন ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সবুজ চন্দ্র মিত্র। আত্মহত্যা করেছেন তিনি। সবুজ জগন্নাথ হলের আবাসিক ছাত্র ছিলেন।
জানা গেছে, আজ শুক্রবার সকালে তিনি তার গ্রামের বাড়ি পটুয়াখালির গলাচিপার নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তার বন্ধুরা জানিয়েছেন, সবুজ তার ব্যাচের ফার্স্ট বয় ছিলেন এবং সদ্য প্রকাশিত ফলাফলে তার সিজিপিএ ছিল ৩.৬৭। তিনি ঠিক কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
সবুজের বন্ধু বেলাল আহমেদ জানান, তিনি অত্যন্ত মেধাবী ও ধার্মিক ছিলেন। তার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। তার আকস্মিক আত্মহত্যায় সবাই হতবাক হয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেয়ার জন্য একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।’ তার পরিবাবের সাথে কথা বলে সবকিছু জানানো হবে বলে জানান তিনি।
এর গত কয়েক মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছেন। এছাড়া বনানী ও চকবাজারের অগ্নিকান্ডে প্রাণ গেছ আরও দুজনের।
২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আর ২০১৮ সালে আত্মহত্যা করেছেন ৯ জন। শুধু গত ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যেই আত্মহত্যা করেছেন তিন শিক্ষার্থী।