পর্যবেক্ষক শিক্ষকদের বিরুদ্ধে বক্তব্য প্রত্যাহারের দাবি
সোমবার বেলা পৌনে ১২ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ১১মার্চ ডাকসু নির্বাচনে কি ঘটেছে সবাই দেখেছেন। স্বেচ্ছা-পর্যবেক্ষক শিক্ষকরাও নির্বাচন সুষ্ঠু হয়নি এই মর্মে বিবৃতি দিয়েছেন। কিন্তু গত ১৮ মার্চ প্রভোস্ট কমিটির মিটিংয়ে বিভিন্ন হলের প্রভোস্টরা দাবি করেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং যে শিক্ষকরা নির্বাচন সুষ্ঠু হয়নি বলছেন তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। প্রভোস্ট কমিটির এ ধরনের বক্তব্যের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা এবং অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
ঢাবির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি সাদেকুল ইসলাম সাদিক বলেন, যারা ছাত্রদের পক্ষে কথা বলেন তাদের ক্ষেত্রেই বলা হয় পরিস্থিতি অস্থিতিশীল করার কথা, কিন্তু এই শিক্ষকরাই সব সময় ছাত্রদের পাশে থেকেছেন। বরং এই শিক্ষকদের বিরুদ্ধে এভাবে বলাটাই ষড়যন্ত্র এবং এর মধ্য দিয়ে প্রশাসনের দলীয় পক্ষপাতিত্বমূলক আচরণ প্রকাশ পায়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন, সভাপতিত্বে ছিলেন সাদেকুল ইসলাম সাদিক এবং সঞ্চালনায় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা।