‘ডাকসু সভাপতি ও কোষাধ্যক্ষ পদেও ছাত্র প্রতিনিধি চাই’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাপতি ও কোষাধ্যক্ষ পদেও নির্বাচিত ছাত্র প্রতিনিধির দাবি উঠেছে। শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভা শুরু হলে বাইরে শিক্ষার্থীরা ডাকসুর সব পদে নির্বাচিত ছাত্র প্রতিনিধির দাবিতে মানববন্ধন করেছে।
২০১৯ সালে সংশোধিত ডাকসু গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে ডাকসুর সভাপতি উপাচার্যসহ এর নির্বাহী কমিটি হবে ২৪ সদস্যবিশিষ্ট। কোষাধাক্ষের দায়িত্ব পালন করবেন একজন শিক্ষক। ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে ডাকসুর কথা বলা হয়েছে। এই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান পদাধিকারবলে ডাকসু সভাপতি।
বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে ডাকসু-২০১৯ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনও। ডাকসু গঠনতন্ত্রের ৬(১) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য তাকে এই মনোনয়ন প্রদান করেছেন।
ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদেও নির্বাচিত ছাত্র প্রতিনিধির দাবিতে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নেও সভাপতি নির্বাচিত হন ছাত্র প্রতিনিধি। এসময় ২০১৯-২০ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মেয়ে আনিশা ফারুক।
মানববন্ধনে আনিশা ও উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থী দাবি করেন, আনিশা অক্সফোর্ড ছাত্র সংসদের সভাপতি, তবে প্রাচ্যের অক্সফোর্ডে কেন ভিসি!! সম্প্রতি চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে সর্বোচ্চ ১ হাজার ৫২৯ ভোট পেয়ে স্বনামধন্য ওই সংগঠনটির শীর্ষ পদে বিজয়ী হন আনিশা।
ডাকসু ভবনের সামনে বিভিন্ন ধরণের স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করছেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এসময় অভিষেক অনুষ্ঠান থেকেই পুনঃনির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে বহন করা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘আনিশা অক্সফোর্ড ছাত্র সংসদের সভাপতি, তবে প্রাচ্যের অক্সফোর্ডে কেন ভিসি!!’, ‘ডাকসুতে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে ছাত্র প্রতিনিধি চাই’ প্রভৃতি। এছাড়া ‘কারচুপির’ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনেরও দাবি জানিয়েছেন তারা।
এর আগে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করে ছাত্রদল। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিক সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি জানান।
তিনি বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি এটা স্পষ্ট। এর দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এছাড়া যারা এই নির্বাচনে অনিয়ম ও কারচুপির সাথে জড়িত ছিলো সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ফের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, পুনরায় নির্বাচন দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ শিক্ষকদেরকে এর দায়িত্ব দিতে হবে। এছাড়া হলের বাইরে একাডেমিক ভবনে নির্বাচনের কেন্দ্র করারও আহবান জানান তিনি।
এসময় সেখানে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করা মোস্তাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দায়িত্ব গ্রহণ করেছেন সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর’সহ নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনে ডাকসুর প্রথম কার্যকরী সভায় কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর ফের সচল হলো ডাকসু।
ডাকসুর নব নির্বাচিত কমিটির প্রথম কার্যকরী সভায় এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।