ডাকসুর দায়িত্ব নিচ্ছেন নুর
ডাকসুর ডামাডোল সম্ভবত শেষ হচ্ছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সর্বোচ্চ প্ল্যাটফর্মটি দায়িত্ব নিতে যাচ্ছেন নুরুল হক নুর। ডাকসু ও হল সংসদের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত পাঁচ যুগ্ম-আহ্বায়কের সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।
যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর। দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে নুর বলেছেন, ‘আমরা পাঁচ প্যানেলের সাথে বসব। এছাড়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা হবে। কাল শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নুরের ভাষ্য, ‘বিষয়টি আমার একার নয়। সবাই মিলেই ব্যাপারটিতে সিদ্ধান্ত আসবে। যে সিদ্ধান্তই হোক না কেন- তা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।’ দুপুরের নামাজের পর সাংবাদিক সম্মেলন করা হবে বলেও জানান নুরুল হক।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারাও জানিয়েছেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সবকিছু বিবেচনা করে নুরুল হক দায়িত্ব নিক, সে ধরণের সিদ্ধান্তের দিকেই যাওয়া হচ্ছে। এটি করা হলে তা সাধারণ শিক্ষার্থীদের জন্যও কল্যাণকর হবে বলে তারা মনে করছেন।
শীর্ষ পর্যায়ের এক যুগ্ম-আহ্বায়ক জানান, ‘জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে এটি কোনো ক্রিয়াশীল সংগঠন নয়। তবে নুর ভিপি হওয়ার মধ্য দিয়ে এই সংগঠনের ভিত্তি মজবুত হয়েছে- এটা স্বীকার করতে হবে। ভবিষ্যতে এটাকে প্ল্যাটফর্ম ধরেই আমরা সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে কাজ করতে চাই।’
কোটা প্যানেল থেকে ডাকসুতে প্রার্থীতা করা আরেক নেতা জানান, সাধারণ শিক্ষার্থীদের অধিকাংশই নুরকে ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা বলছে। বিরোধী মত যে নেই, তা নয়। তবে অনেক ক্ষেত্রেই দায়িত্ব নেয়ার পক্ষে মত এসেছে। তাই এ বিষয়ে আমরা ইতিবাচকভাবে এগোচ্ছি।
এদিকে ডাকসুর অফিস কক্ষ বুঝে পেতে ও সংস্কার করার জন্য ইতোমধ্যে নুর কোষাধ্যক্ষকে চিঠি দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাবি প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে ডাকসু ভবনের বিভিন্ন রুমের পাশাপাশি নিজের কক্ষও পরিদর্শন করেছেন নুরুল হক নুর। পরে মধুর ক্যান্টিনে গিয়ে কয়েকজনের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন তিনি। ভিপি নির্বাচিত হওয়ার পর এর আগেও তিনি ভবনটি পরিদর্শন করেছিলেন।
বৃহস্পতিবার সবাইকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ বলেন, সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে শুধু বিশ্ববিদ্যালয় নয়, সামগ্রিক রাজনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাকসু। এ বিষয়ে সবার ইতিবাচক দৃষ্টি কামনা করেন তিনি।